Home / চাঁদপুর / আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : চাঁদপুরে ধানের শীষ প্রার্থী
চাঁদপুরে ধানের শীষ প্রার্থী

আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে : চাঁদপুরে ধানের শীষ প্রার্থী

চাঁদপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষের মেয়র পদ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়া বলেছেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন। এমন একজন প্রবীণ মানুষকে সরকার অমনবিকভাবে জেলখানায় আটক রেখেছেন। একজন মায়ের সন্তান হিসেবে নিজের মায়ের মতোই বিষয়টি আমাদের কাছে খুব কষ্ট আর যন্ত্রনাদায়ক। তাকে মুক্ত করতে বিএনপি সাংগঠনিকভাবে সকল আইনি প্রক্রিয়া শেষ করেছে। কিন্তু এদেশের আইন-আদলত যখন একজনের ইশারায় চলে, তখন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবার আশা করা যায় না। তাই আন্দোলন করেই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে।

২৯ ফেব্রুয়ারী শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তিনি এই কথা বলেন।

চাঁদপুর পৌরসভার সাবেক এই চেয়ারম্যান আরো বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচিতেও বাধা দিচ্ছে। তাই বিএনপি সকল নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে। চাঁদপুর পৌরসভা নির্বাচনও এই আন্দোলনের একটি অংশ। আমাদের কাছে নির্বাচনের চেয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি বড় বিষয়। কারণ বেগম খালেদা জিয়ার মুক্তি হলেই দেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে। তখন মানুষের সকল অধিকার প্রতিষ্ঠা পাবে। তাই চাঁদপুর পৌরসভা নির্বাচনে জনগণকে সাথে নিয়ে ধানের শিষের বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগেন অপশাসনের জবাব দিতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, যুগ্ন আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ন-আহ্বায়ক সেলিমুস সালাম, পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ আহমেদ চোকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী প্রমুখ।

আশিক বিন রহিম,২৯ ফেব্রুয়ারি ২০২০