Home / উপজেলা সংবাদ / হাইমচর / আত্মমানবতায় সেবায় স্কাউট সর্বদা নিয়োজিত : হাইমচরে প্রতিমন্ত্রী
biddot-portimontri

আত্মমানবতায় সেবায় স্কাউট সর্বদা নিয়োজিত : হাইমচরে প্রতিমন্ত্রী

চাঁদপুরের হাইমচরে ৬ষ্ঠ কমডেকায় বুধবার (৪ এপ্রিল) ৪র্থ দিনে ভিলেজ ক্যাম্পফায়ার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের আনাছে কানাছে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। বিদ্যুতের আলোতে সমগ্র বাংলাদেশ আলোকিত হবে। দেশে কে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে সরকারের একার পক্ষে সম্ভাব্য হবেনা। আমি দেখিছি দেশে যে কোন দুর্যোগে স্কাউটস ভাই বোনরা সব সময় এগিয়ে আসে। আত্ম মানবতায় সেবায় স্কাউটস সদস্যরা নিয়োজিত।

৬ষ্ঠ জাতীয় কমডেকা ভিলেজ ক্যাম্পফায়ার প্রোগ্রামে জাতীয় কমিশনার(স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড গ্রোথ) মুঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর অতিঃ জেলা প্রশাসক আইসিটি মঈনুল হাসান, চাঁদপুর পৌরসভা মেয়ে ও জেলা আ’লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহম্মদ. জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস এডাল রিসোচ শরীফ আহম্মদ কামাল প্রমুখ।

প্রতিবেদক- বিএম ইসমাইল