Home / জাতীয় / আজ সন্ধ্যায় ঈদের চাঁদ খুঁজবে বাংলাদেশ
ঈদের

আজ সন্ধ্যায় ঈদের চাঁদ খুঁজবে বাংলাদেশ

মুসলিমদের ধর্মীয় উৎসব-অনুষ্ঠান নির্ধারণ করা হয় হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাওয়াল মাস হিজরি বর্ষপঞ্জির দশম মাস। শাওয়ালের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ শুক্রবার (২১ এপিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ খুঁজতে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।

উল্লেখ্য, সৌদি আরবসহ বিশ্বের বেশকিছু দেশে আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, কোনও মাস ২৯ দিন আর কোনও মাস ৩০ দিনের হয়, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কোনও মাসের ২৯ তম দিনে যদি চাঁদ দেখা যায় তবে পরের দিন থেকে পরবর্তী মাসের গণনা শুরু হবে। চাঁদ না দেখা গেলে মাসটি ৩০ দিনে পূর্ণ হবে।

আজ শুক্রবার ২১ এপ্রিল রমজান মাসের ২৯তম দিন। আজ যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে কাল শাওয়াল মাসের শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে চাঁদ দেখার তথ্য জানানো যাবে।

এছাড়া ফোন করা যাবে এই নম্বরগুলোতে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার চাঁদ দেখা গেছে, তাই আজ শুক্রবার সেখানে ঈদ উৎযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশে ২৯ রোজা শেষে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও ইন্দোনেশিয়া শনিবার ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে সরকারিভাবে। দেশগুলোতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যে দিন চাঁদ দেখা যায়, তার পরের দিনে বাংলাদেশ চাঁদ দেখা যায়। ফলে মধ্যেপ্রচ্যের একদিন পরে ঈদ হবে বাংলাদেশে এমন অনানুষ্ঠানিক রেওয়াজ প্রচালিত। ফলে আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে বলে আশা করছেন অনেকে।

চাঁদপুর টাইমস
২১ এপ্রিল ২০২৩
এজি