Home / চাঁদপুর / এসএসসিতে চাঁদপুরে ৬৭ কেন্দ্রে ৩৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে
Student SSC
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

এসএসসিতে চাঁদপুরে ৬৭ কেন্দ্রে ৩৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে

চলতি শিক্ষাবর্ষের আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষার ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে।

চাঁদপুরের ৮ উপজেলায় ৬৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭ শ’ ৮৫। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৩ জন ও কেন্দ্র ৩৯ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫ শ’৫৭ জন এবং কেন্দ্র ১৮ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ২ম’ ২৫ জন।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, এসএসসিতে চাঁদপুর সদরে ৬ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৭শ’ ১ জন।
হাজীগঞ্জের ৬ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫ শ’ ৪৫ জন। মতলব উত্তরে ৭ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৯০ জন।

মতলব দক্ষিণে ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১ শ’ ১৯ জন। ফরিদগঞ্জে ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৫ শ’ ৯৬ জন।
শাহারাস্তির ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪ শ ’৭৪ জন। কচুয়ার ৫ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫ শ’ ৬৮ জন।
হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ১০ জন।

দাখিলে চাঁদপুর সদরে ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৫ জন। হাজীগঞ্জের ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৯ জন। মতলব উত্তরে ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ’ ৪৭ জন। মতলব দক্ষিণে ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ শ’৩৮ জন। ফরিদগঞ্জে ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২শ’ ৭৯ জন। শাহারাস্তির ২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ শ ’ ৮১ জন। কচুয়ার ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শ’ ১১ জন। হাইমচরের ১ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ শ’ ১৭ জন। এসএসসি ভোকেশনালের ১০ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২ শ’২৫ জন ।

প্রাপ্ত সূত্র মতে, গত ১৪ জানুয়ারি বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে জেলার সকল কেন্দ্র সচিবদের নিয়ে সম্মেলন কক্ষে একটি সভা হয়েছে। সভায় পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে ৩৫ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ গুলোর মধ্যে রয়েছে কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, ১ বা ২ এর অধিক কোনো সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না ও এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করা সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, জেড পদ্ধতিতে পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

প্রতিবেদক : আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ