Home / চাঁদপুর / চাঁদপুরে ৬ হাজারের মত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে
আজহার

চাঁদপুরে ৬ হাজারের মত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে

চাঁদপুরে চাঁদপুর পৌরসভা, উপজেলা ও বিভিন্ন স্থানে ঈদুল আজহার ৬ হাজারের মত জামাত অনুষ্ঠিত হবে। চাঁদপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় কালেক্টরেট মসজিদ ও ও পুলিশ লাইন মসজিদে এবং আউটার স্টেডিয়ামে ।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ শহরের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশগ্রহণ করবেন। সম্ভাব্য বৃষ্টি বিবেচনায় মসজিদে প্রধান জামাতের যথাযথ ব্যবস্থা করেছে। শহরের প্রধান প্রধান মসজিদেগুলোতে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

আবহাওয়া অনকূলে থাকলে জেলার প্রতিটি ঈদগাহ মাঠে ও মসজিদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

চাঁদপুর শহরের পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, পৌর মেয়রসহ প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে। নামাজের মোনাজাতে করোনাকালীন আপদ থেকে পরিত্রাণ পেতে ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হবে।

বিশেষ করে চাঁদপুর শহরের সরকারি কলেজ মাঠ,পুলিশ লাইন ময়দান,আউটার স্টেডিয়াম মাঠ, পুরাণ বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠ,চিশতীয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ, দক্ষিণ গুণরাজদী আহমদিয়া ঈদগা ময়দান, জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠ, হাজী আবদুল করিম খান স্কুল মাঠ, পূর্ব শ্রীরামদী বালক সপ্রাবি মাঠ, বাবুরহাট স্কুল এন্ড কলেজ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গনে ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে অংশ নেবে। ঈদুল আযহা উপলক্ষে জেলার ধনী-গরিবসহ সবার মাঝেই আনন্দ উদ্দীপনা লক্ষণীয় ।

চাঁদপুরে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর পৌরসভায় ও স্ব স্ব উপজেলার বড় বড় মসজিদ তৎসংলগ্ন মাঠে। চাঁদপুররের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮ টায় ।

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান সরকারি নির্দেশনা পালন করে ঈদের জামাতে অংশগ্রহণ ও পশুর বর্জ্য দ্রুত অপসারণ করার আহবান জানান।

চাঁদপুরে সকল উপজেলায় ৭ হাজার ২শ ৪৬টি জামে ও পাঞ্জেগানা মসজিদ রয়েছে ।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
৯ জুলাই ২০২২