রাজনীতি

‘আগে বাসায় কেউ আসলে খানাপিনার খোঁজ নিতো, আর এখন ওয়াইফাই’

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে উদ্যোগ না নিলে আজ আমরা ফোর জির যুগে প্রবেশ করতে পারতাম না। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ। দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ।

সোমবার রাতে মন্ত্রী বিটিআরসির আয়োজনে ফোর জি লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

জব্বার বলেন, আগে বাসায় কেউ বেড়াতে এলে খানাপিনার খোঁজ নিতো। আর এখন খোঁজ নেয় ওয়াইফাই পাসওয়ার্ডের। এ থেকে বোঝা যায় দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগে মানুষ ফোন করার জন্য ১৪ টাকা এবং ফোন ধরার জন্য ১২ টাকা ব্যয় করতো। আর এখন সেই ব্যয় কমে হাতের নাগালে চলে এসেছে। ১০ টাকায় বর্তমানে অনেক কথা বলা যায়। বিষয়টি আনন্দের এবং একই সাথে গর্বেরও।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মস্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার,গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(জুম বাংলা)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ এ.এম ২০ ফেব্রুয়ারি২০১৮,মঙ্গলবার।
এএস.

Share