Home / জাতীয় / আগাচৌকে তওবা করার অনুরোধ সংসদে

আগাচৌকে তওবা করার অনুরোধ সংসদে

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

আল্লাহর ৯৯ নাম নিয়ে লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধরী (আগাচৌ) নিউইয়র্কে যে বক্তব্য দিয়েছেন তা সরকারের দায়-দায়িত্ব না। এ নিয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী। তিনি আব্দুল গাফফার চৌধুরীকে তার বক্তব্যের জন্য তওবা পড়ার অনুরোধ করেন।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুস্তম আলী ফরাজী বলেন, ‘ধর্মের প্রতি সবার অগাত বিশ্বাস রয়েছে। আমরা ধর্মের প্রতি সংবেদনশীল। এখানে আওয়ামী লীগের যারা রয়েছেন তারও সংবেদনশীল ধর্মে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিয়সী ধর্মপ্রাণ মানুষ। তিনি নামাজ রোজা করেন, কোরআন তেলওয়াত করেন, হজ করেছেন। ধর্মপ্রাণ হিসেবে দেশের মানুষের কাছে তিনি প্রশংসিত। কিন্তু হঠাৎ করে ধর্ম নিয়ে একজন এক কথা বলে আর এ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়।’

তিনি বলেন, ‘এরমধ্যে লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী নিউইয়ার্কে গিয়ে আল্লাহর ৯৯ নাম নিয়ে কি কি বলেছেন। তিনি এসমস্ত কথা বলতে পারেন না। তাকে আমি অনুরোধ করছি তওবা করতে হবে। তার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের বলবো তাকে তওবা করার অনুরোধ করুন। এ ব্যপারে সরকারের কোনো দায়-দায়িত্ব নেই। এটা সরকারের বিষয় না সরকারের কিছু করারও নেই।’

আপডেট :   বাংলাদেশ সময় : ০৩:৫১ অপরাহ্ন, ২১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি