Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে আমির আজম রেজার নির্বাচনী শো-ডাউন
ফরিদগঞ্জে আমির আজম রেজার নির্বাচনী শো-ডাউন

ফরিদগঞ্জে আমির আজম রেজার নির্বাচনী শো-ডাউন

চাঁদপুর ফরিদগঞ্জ পৌর শহরে সহ্রসাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে বিশাল মোটরসাইকেল শো-ডাউন, গণসংযোগ ও পথসভা করেছে জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক এমপি পুত্র আমির আজম রেজা। বুধবার (১০ আক্টোবর) বিকেলে উক্ত নির্বাচনী কর্মসূচির আয়োজন করা হয়।

পৌর শহরের ওয়াপদার সামনে আয়োজিত পথসভায় আমির আজম রেজা বলেন, ‘বাংলাদেশই একমাত্র উন্নয়নশীল দেশ যে দেশটি বিশে^র মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে উন্নতদেশের তালিকায় যাওয়ার সক্ষমতা অর্জন করেছে। যার ফলে ইতোমধ্যে বিশ^ব্যাপি তথা জাতিসংঘের মাধ্যমে এ স্বীকৃতি অর্জিত হয়েছে।’ তিনি ফরিদগঞ্জবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন ‘ জীবন-মান এর এ উন্নতি অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা গত ১০ বছরে বাংলাদেশের যা কিছু উন্নয়ন করেছেন তার একটি সংক্ষিপ্ত তালিকা লিফলেটের মাধ্যমে আপনাদের কাছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই আপনারা কৃষি, শিল্প, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, চিকিৎসাখাতে অভূতপূর্ব উন্নয়নের সুফল পাচ্ছেন।’

এ সময় পূর্বের ন্যায় দলীয় প্রধান শেখ হাসিনার ছবি সম্বলিত আওয়ামী সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্রের কথা উল্লেখ করে লিফলেট গণমানুষের হাতে বিতরণ করা হয়। গত কয়েক দিন থেকেই মোটরসাইকেলের বহর নিয়ে তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণস্থানে বিরতিহীন গণসংযোগ করছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য নাসিমা লোকমান, উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, আ’লীগ নেতা পারভেজ পাটওয়ারী, জাকির খাঁন, আ’লীগ নেতা জসিম উদ্দিন মিন্টু, নজরুল ইসলাম পাটওয়ারী, হারুনুর রশিদ খান, মাসুদ আমিন, নূরে আলম বাহার, লোকমান হোসেন পৌর আ’লীগ নেতা টিপু পাঠান, মোস্তফা কামাল সুমন, এমরান মিজি, জাকির পাটওয়ারী, হান্নান বাবুল পাটওয়ারী, আব্দুর রহিম, বিল্লাল হোসেন, আ’লীগ নেতা হারুন-অর রশিদ, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, আবু তাহের মেম্বার, আবুল কালাম বেপারী, ইব্রাহীম আখন্দ, খোরশেদ মেম্বার, আব্দুল আজিজ, কামাল হোসেন কন্টাক্টর, ওয়াহিদুর রহমান, যুবলীগ নেতা হারেছ আহমেদ, কামাল হোসেন, ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন, আল-আমিন, যুব মহিলা লীগ নেত্রী নাসিমা বেগম, খাদিজা বেগম, রাবেয়া বেগম, ফাতেমা বেগম প্রমুখ।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১০ আক্টোবর,২০১৮

Leave a Reply