Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / শোকদিবস উদযাপনে মতলব উপজেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি
Motlob Dokkhin
প্রতীকী

শোকদিবস উদযাপনে মতলব উপজেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন কল্পে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে সোমবার (৬ আগস্ট) বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম,
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, মতলব পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার,

কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মতলব প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজন।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক