Home / চাঁদপুর / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে চাঁদপুরে র‌্যালি
ICT rally

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে চাঁদপুরে র‌্যালি

সারাদেশের ন্যয় চাঁদপুরে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ দিবসে চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাসুদ হোসেন,(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান (শিক্ষা ও আইসিটি) মো.মঈনুল হাসান, এনডিসি নারায়ণ চন্দ্র পাল, আর ডিসি ফেরদেীসি বেগম সহ নির্বাহী ম্যাজিস্ট্যাটগণ জেলা প্রশাসক কার্যালয়ের অাইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো.হারুণুর রশিদ ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘আইসিটিতে বাংলাদেশ ব্যাপক এগিয়েছে। বর্তমানে দেশে প্রায় ১৪ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। দেশ তথ্য প্রযুক্তি উন্নয়নের বিস্ফোরণ ঘটেছে। সরকারি সেবা এখন আইসিটি নির্ভর। ২০০৯ সাল থেকে সরকারের ৩ টি বিভাগ নিয়ে কাজ করছে। সেগুলো হচ্ছে আইসিটি মন্ত্রণালয়, বিসিসি, এটুআই। আইসিটি কারণে প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। আজকে বাংলাদেশের অসংখ্য তরুণ গুগলে চাকরি করছে। প্রোগ্রামার হয়ে দেশের বাইরে বিখ্যাত কোম্পানিতেগুলো কাজ করছে।’

তথ্য প্রযুক্তির উন্নয়নে নানামুখী বক্তব্য রাখেন ফ্রিল্যান্সার এসোসিয়শন অব চাঁদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আল আমিন, ড্যাফোডিল কলেজের শিক্ষার্থী সোবহা ইসলাম রাইসা,মোহাম্মদ মহসিন,কানিজ ফাতেমা,জান্নাতুল ফেরদাউস প্রমুখ।

জেলা প্রশাসনের আইসিটি বিভাগ,এটুআই ও ইউডিসি কর্মকর্তাদের পাশাপাশি র‌্যালিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এসোসিয়েশন অব চাঁদপুরসহ তরুণ প্রজন্মরা অংশ নেয়।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭,মঙ্গলববার
ডিএইচ