Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে দুটি আইসক্রিম কারখানায় কেমিক্যাল জব্দ
আইসক্রিম,কারখানা থেকে

হাজীগঞ্জে দুটি আইসক্রিম কারখানায় কেমিক্যাল জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে ২টি আইসক্রিম কারখানা থেকে কেমিক্যাল জব্দ করা হয়েছে।

২ মে রোববার বিকেলে উপজেলা স্যানেটারী কর্মকর্তারা সুহিল বাজারের ভি আই পি আইসক্রিম ও সেভয় আইসক্রিম ফ্যাক্টরিতে হানা দেয়।

গোপন সংবাদের ভিত্তিতে এই দুই ফ্যাক্টরি অস্বাস্থ্যকর পরিবেশে নানা রংয়ের তৈরি করা আইসক্রিম ফ্রিজ থেকে বের করা হয়। কাগজপত্র তাৎক্ষনিক দেখাতে না পেরে ভি আই পি আইসক্রিমের মালিক কামাল হোসেন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় উভয় কারখানার তৈরিকৃত আইসক্রিমে মেশানো রং জব্দ করে পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। 

সঠিক কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের নির্দশনা দিলেও সোমবার শেষ বেলা পর্যন্ত কেউ আসেনি বলে জানা যায়।

এ বিষয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক হাজীগঞ্জ উপজেলা  দায়িত্বরত স্যানেটারী ইন্সপেক্টর সামছুল আলম রমিজ চাঁদপুর টাইমসকে বলেন, সুহিলপুর বাজারে দুইটি আইসক্রীমের কারখানায় হানা দিয়ে দেখলাম, কাগজপত্র ছাড়াই নামী দামি আইসক্রীম কোম্পানীর নামে নিজেরা নানা রং মিশিয়ে অস্বাস্থকর পরিবেশে আইস বিক্রি করে আসছে। তাদের প্যাকেজিং ও রং জব্দ করে পরিক্ষার জন্য পাঠিয়েছি। রং এর পরীক্ষার ফলাফলের পর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

স্টাফ করেসপন্ডেট, ৩ মে ২০২১