Home / সারাদেশ / ‘অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা’
অসাংবিধানিক

‘অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন যথা সময়ে সাংবিধানিকভাবেই হবে। অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। অসাংবিধানিক সরকার খুবই ভয়ানক, অসাংবিধানিক সরকারের কারনে পৃথিবীর অনেক দেশে ভয়াবহ অবস্থায় রয়েছে। মানুষ অমানবিক জীবন যাপন করছে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ নব নির্মিত ফায়ার ষ্টেশন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও তা করতে পারেননি। অসাংবিধানিকভাবে ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মাঈন উদ্দিন ক্ষমতা দখল করে শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে। বিরাজনৈতি করার চেষ্টা করেছেন। আমরা এ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও উন্নয়ন) লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,২৬ অক্টোবর ২০২৩