Home / বিনোদন / অসহায়দের পাশে নাজ মিউজিক সেন্টার
অসহায়দের

অসহায়দের পাশে নাজ মিউজিক সেন্টার

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বর্তমান দেশের পরিস্থিতে কর্মহীন হয়ে পড়েছে গরীব অসহায় ও বিভিন্ন শ্রমজীবী মানুষ। দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়ে নিরবেই মানবসেবা করে চলেছেন একটি সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন নাজ মিউজিক সেন্টার। বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটির এই মহৎ কাজটি অব্যাহত রয়েছে।

অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মহৎ কাজটি করে চলেছেন নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান অ্যাড. নাজমা আক্তার। শহর থেকে শুরু করে অনেক গ্রাম অঞ্চলেও তিনি এই সেবা দিয়েছেন বলে জানা গেছে। তবে তিনি কোন রাজনৈতিক নেত্রী, চেয়ারম্যান, মেম্বার কিংবা কোন জনপ্রতিনিধি নন। হয়তো অনেক জনপ্রতিনিধি কিংবা কোন ব্যাক্তি

সরকারি অথবা অন্যদের অর্থায়নে বাহবা পাওয়ার জন্য ত্রান সামগ্রী বিতরণ করে থাকেন। কিন্তু অ্যাড. নাজমা আক্তার নিজের ব্যাক্তিগত উদ্যোগে এবং নিজের অর্থায়নে নিরবেই মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। কারন তার মন আছে শিল্প সংস্কৃতি আর মানুষের প্রতি অবিরাম ভালোবাসা। সংস্কৃতি হচ্ছে মনের খোরাক, বিনোদন কিংবা সামাজিক কর্মকান্ড।

আর সেই সংস্কৃতি মনা ব্যাক্তির ভালোবাসা থেকে নাজ মিউজিক সেন্টারের অসহায়দের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান।

জানা যায় বুধবার সকাল থেকে ঢাকা মিরপুর ১৮৪/সি মিজান ভিলার নিচ তলায় শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, তৈল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর পূর্বেও তিনি একইস্থানে এবং চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও শীত মৌসুমে ঢাকা ও চাঁদপুরের বিভিন্নস্থানের বেঁদে পল্লী, ছিন্নমুল মানুষ এবং বিভিন্ন মাদরাসা,এতিম খানায় শীতবস্ত্র বিতরণ করেন।

অ্যাড. নাজমা আক্তার জানান, বর্তমানে দেশের এই কঠিন সময়ে ভবঘুরে, পথশিশু, নির্মান, শ্রমিক, রিক্সা চালক, হকার, সিএনজি স্কুটার চালক, অটোবাইক চালক সহ বিভিন্ন পেশার শ্রমিকরা কর্মহীন ভাবে ঘরবন্দী হয়ে আছে। তাদের কাজ কর্ম না থাকায় তারা বড় অসহায় হয়ে পড়েছে। তাই তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি এসব শ্রমজীবী মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করি।

যাতে করে আমার এমন কার্যক্রম দেখে সমাজের অন্যান্য বিত্তবানরা এসব অসহায় শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়িয়ে তারাও যেনো আমার মতো শ্রমিকদের মাঝে এমন খাদ্য সহায়তা প্রদান করেন।যতদিন তার সামথ্য আছে ততোদিন তিনি এভাবেই সমাজে সেবামুলক কাজ করে যাবেন বলে জানিয়েছেন নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান অ্যাড.নাজমা আক্তার।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,১৭ এপ্রিল ২০২০