বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন। বুধবার ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে পড়েছে সংখ্যাগরিষ্ঠ ভোট। এরপর এ প্রস্তাবে ভোট হবে মার্কিন উচ্চকক্ষ সিনেটে। সেখানে যদি একইভাবে ট্রাম্পের বিপক্ষে ভোট পড়ে তাহলে তাকে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিতে হবে।
বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর মানুষকে নিয়ে এমন প্রক্রিয়া কিভাবে হয়।
অভিশংসন কি?
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইমপিচমেন্ট বা অভিশংসনের ঘটনা বিরল। এর মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতায় ভারসাম্য রক্ষা করা হয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস,যেখানে আইন তৈরি করা হয়, তারা দেশটির প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারে।
যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, বেশ কিছু অপরাধের জন্যে প্রেসিডেন্টকেও তার পদ থেকে সরিয়ে দেয়া অর্থাৎ তাকে অভিশংসন করা যেতে পারে।
এসব অপরাধের মধ্যে রয়েছে:‘রাষ্ট্রদ্রোহিতা,ঘুষ নেয়া অথবা অন্য কোনো বড় ধরনের কিম্বা লঘু অপরাধ।’
অভিশংসন কীভাবে করা হয়?
অভিশংসনের প্রক্রিয়া শুরু হতে হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেনটেটিভস থেকে। এটি মার্কিন কংগ্রেসের একটি অংশ। এ প্রক্রিয়া শুরু করার জন্যে এটি সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে।
আর সেটা পাস হলে পরের ধাপে বিচার অনুষ্ঠিত হবে সিনেটে, যেটা কংগ্রেসের দ্বিতীয় অংশ। এটা অনেকটা আদালত কক্ষের মতো,যেখানে সিনেটররা বিচারক বা জুরি হিসেবে কাজ করবেন। তারাই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট দোষী কি নির্দোষ।
প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দিতে হলে এ সিনেটে দু-তৃতীয়াংশ সিনেটরকে অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে।
বার্তা কক্ষ , ১৯ ডিসেম্বর ২০১৯