চাঁদপুর মডেল থানার অভিযানে ইলিশ-জাটকাসহ সাইফুল মাল নামে যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছে মাছের ঝুড়িতে অন্য মাছের সাথে ১ কেজি সাইজের ইলিশসহ ২০ কেজি বিভিন্ন সাইজের জাটকা ইলিশ আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে সাইফুল মালকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে ও মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
পুলিশ সূত্রে জানা যায়,চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওলিউল্লা ওলি, তদন্ত ওসি মো: মাহবুবুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্সসহ শহরের বিভিন্ন বাজারে ও চাঁদপুর মাছ ঘাট মৎস্য আড়তে অভিযান চালায়।
এ সময় বড় স্টেশন এলাকার মাছ ঘাট মৎস্য আড়তের মৎস্য ব্যবসায়ী ছিদ্দিক মালের ছেলে গুয়াখোলার সাইফুল মালের মাছের বাকসে তল্লাশী চালিয়ে সেখানে অন্য মাছের নীচে অবৈধ ভাবে ধরা ইলিশ ও বিভিন্ন সাইজের জাটকা ইলিশ রাখে সেগুলো পাচারের জন্য।
সে ইলিশ ও জাটকা গুলো পুলিশ জব্দ করে এবং ইলিশ ও জাটকার মালিককে আটক করে। মডেল থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সাইফুলকে তাকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে গেলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
জব্দকুত জাটকা এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি