Home / চাঁদপুর / চাঁদপুর বাগাদীতে সড়কের অবৈধ গরুর হাট উচ্ছেদ
অবৈধ গরুর হাট

চাঁদপুর বাগাদীতে সড়কের অবৈধ গরুর হাট উচ্ছেদ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে রাস্তার দু’পাশে অবৈধ গরুর হাট বসানোর কারনে উচ্ছেদ অভিযান করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ২৬ জুলাই রোববার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, অাসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় প্রতিবছরের ন্যায় এ বছরও হাট বসানো ইজারা দেয়া হয়। তবে সরকারি নির্দেশ অমান্য করে রাস্তার উপর হাট বসানোর কারনে রাস্তার দু’পাশের বাঁশের খুঁটিগুলো তুলে দেয় পুলিশ।

সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী জানায়, সড়কের উপর বাঁশ দিয়ে হাট বসানোর কারনে ইজারাদার কে প্রথমে সর্তক করা হয়। পরবর্তীতে রাস্তার উপর থেকে গরুর হাট না সরানোর কারনে বাঁশের খুঁটিগুলো তুলে দেয়া হয়।
তিনি আরও জানান, চাঁদপুরে সড়কের উপর কোন ধরনের হাট বসতে দেয়া হবে না। রাস্তার উপর অবৈধভাবে হাট বসলেই অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, ২৭ জুলাই ২০২০