Home / চাঁদপুর / অনুমোদনহীন ওষুধ রাখায় চাঁদপুর দুই ফার্মেসিকে অর্থদণ্ড
অনুমোদনহীন ওষুধ রাখায়

অনুমোদনহীন ওষুধ রাখায় চাঁদপুর দুই ফার্মেসিকে অর্থদণ্ড

চাঁদপুর শহরে দুই ফার্মেসিকে নানা অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ সেপেটম্বর বৃহস্পতিবার স্টেডিয়াম রোডে ড্রাগ আইন-১৯৪০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ভূঁইয়া মেডিসিন কর্নারকে ৪ হাজার টাকা এবং মায়া মেডিসিন কর্নারকে (মিশন রোড) ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অনুমোদনহীন ওষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল রাখা, ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় না রাখা ইত্যাদি অপরাধে ওই দুই প্রতিষ্ঠানকে এ অর্থদ- দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। সহযোগিতায় ছিলেন ড্রাগ সুপার, চাঁদপুর, পেশকার জহিরুল ইসলাম এবং আনসার সদস্যরা।

করেসপন্ডেট,৪ সেপেটম্বর ২০২০