Home / চাঁদপুর / অগ্নিকাণ্ডে আরো একজন নিহত : চাঁদপুরে রায়হানের লাশ পৌঁছেনি
অগ্নিকান্ডে আরো একজন নিহত : চাঁদপুরে রায়হানের লাশ পৌঁছেনি
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লরি ও স্থাপনা, ইনসেটে নিহত রায়হান

অগ্নিকাণ্ডে আরো একজন নিহত : চাঁদপুরে রায়হানের লাশ পৌঁছেনি

আইনি জটিলতার কারনে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইয়ে। বিস্ফোরিত তেলের লরির হেলপার নুর মোহাম্মদ (২১) শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বার্ন ইউনিটে মারা যান।

তার নিকটস্থ একটি সূত্র মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত রায়হানের লাশ এখনো চাঁদপুরে এসে পৌছেনি। রায়হান তেলের গোডাউন মালিকে ছেলে।

সে গত বৃহস্পতিবার রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শুক্রবার চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তার লাশ এনে প্রথম নামাজে জানাজার জন্য শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হলেও পরবর্তীতে তা হয়নি। মাইক্রিংয়ের পর পরই ঢাকা থেকে খবর আসে তার লাশ চাঁদপুরে আসছে না। তখন পুনরায় জানাযার সময় বাতিল করার বিষয়ে মাইকিং করা হয়।

একটি সূত্র জানায়, অগ্নিকান্ডে নিত রায়হান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট কর্তৃপক্ষ আইনি জটিলতায় তার লাশ দিতে অপরাগতা জানায়। পরে স্থানীয় পুলিশকে মৃত্যুর বিষয়টি অবগত করলে পুলিশ রায়হানের লাশের পোস্টমটেমের জন্য থানায় নিয়ে যায়।

এ খবর পাওয়া মাত্র পুনরায় আবার নিহত রায়হানের জানাজা হবেনা বলে মাইক্রিং করে জানিয়ে দেয়া হয়।

শুক্রবার রাত পর্যন্ত এ রিপোট লেখা পর্যন্ত তার লাশ চাঁদপুরে এসে পৌছেনি বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১টায় শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা অয়েল এজেন্সির গোডাউনে সেলিনা ভিলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানের ছেলে রায়হান অগ্নিদগ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে।

এ ঘটনায় আরো ৩ জন বার্ণ ইউনিটে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

: আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ এএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

অগ্নিকান্ডে আরো একজন নিহত : চাঁদপুরে রায়হানের লাশ পৌঁছেনি

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Leave a Reply