Home / বিশেষ সংবাদ / হঠাৎ রাস্তা ধসে তলিয়ে গেলেন দু’নারী -ভিডিও

হঠাৎ রাস্তা ধসে তলিয়ে গেলেন দু’নারী -ভিডিও

রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন দুইজন নারী। একপর্যায়ে তারা হাঁটা থামিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। এর কিছুক্ষণের মধ্যে ঘটে গেল ভয়াবহ ঘটনা।

হঠাৎ রাস্তা ধসে নিচে পড়ে গেলেন তারা। বুধবার দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিতে এ ঘটনা ঘটে। এতে ওই দুই নারী প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন।

পুলিশ ওই দুই নারীর নাম ও পরিচয় জানতে পেরেছে। এদের মধ্যে সুজন কুর্দ পেশায় একজন চিকিৎসক। অপরজন হলেন জেলম ডুয়েমার্জ। তিনি নার্স।

ভূমি ধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। দেখা যায়, বুধবার বিকেলে রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন দুজন। কথা বলছিলেন নিজেদের মধ্যে। হঠাৎ হুড়মুড়িয়ে মাটির তলায় ঢুকে গেলেন তারা। স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সূত্র: ওয়েবসাইট

ভিডিও

বার্তা কক্ষ
০৪ ডিসেম্বর,২০১৮

Leave a Reply