Home / চাঁদপুর / সাংবাদিক শরীফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

সাংবাদিক শরীফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের সিনিয়র করেসপন্ডেন্ট ও দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল ইসলাম চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় শুক্রবার (১৯ মে) দুপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে।

পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে শহরের পূর্ব নাজির পাড়া এলাহী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে শরীফুল এক আত্মীয়র মোটর সাইকেলে চড়ে তার বাস ভবন মাদ্রাসারোড যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি রাস্তায় পিছলে পড়ে যায়। এই ঘটনায় মোটক সাইকেল চালক কোন প্রকার আহত না হলেও শরীফুলের পায়ের তলার অংশ মারাত্মকভাকে কেটে যায়। সাথে সাথে শরীফুলকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

আগামীকাল তার পায়ের অপারেশন করানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শরীফুল সকলের নিকট দোয়া কামনা করেছেন।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০৯ পিএম, ১৯ মে ২০১৭, শুক্রবার
এইউ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চাঁদপুরে বাল্যবিবাহ রোধে সফটওয়্যার তৈরি করা হচ্ছে : জেলা প্রশাসক

চাঁদপুর ...