Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ছাত্রশিবিরের বিজয় র‌্যালি

শাহরাস্তিতে ছাত্রশিবিরের বিজয় র‌্যালি

ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিজয় দিবসে শুক্রবার সকাল ৯ টায় শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে দোয়াভাঙ্গা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মোঃ শাহজালাল।

তিনি বক্তব্যে বলেন, ‘ইসলামই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ। এদেশের স্বাধীনতা রক্ষা ও স্বাধীনতার সুফল ভোগ করতে হলে দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন, এইচ আর ডি সম্পাদক মোঃ আবু হানিফ বেপারী, প্রকাশনা সম্পাদক মোঃ আবুল বাশার, ছাত্রশিবির নেতা মোঃ আবু তাহের, আঃ কাদের নোমান, জাবের হোসাইন, খোরশেদ আলম, পারভেজ হোসাইন, আবু সুফিয়ান, জসিম উদ্দিন, আক্তার হোসাইন প্রমুখ।

শাহরাস্তি করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৫০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

কুলখানিতে পদদলিত পরিবারকে লাখ টাকা প্রদানের ঘোষণা

চট্টগ্রামের ...