Home / চাঁদপুর / শতভাগ এ’ প্লাস পেয়ে শীর্ষে চাঁদপুরের ভাটেরগাঁও সপ্রাবি

শতভাগ এ’ প্লাস পেয়ে শীর্ষে চাঁদপুরের ভাটেরগাঁও সপ্রাবি

২০১৬ ইং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ এ’ প্লাস পেয়ে চাঁদপুর সদর উপজেলার শীর্ষে অবস্থান করছে ৩৬নং ভাটেরগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয়।

মোট পরীক্ষার্থী ১৮ জনের মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে এক যুগান্তকারী অধ্যায় রচনা করেছে।

স্কুলের সহকারী শিক্ষক মাওলানা আবদুল বাকী “চাঁদপুর টাইমসকে জানান, “উপজেলার বড় বড় সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ বছর শতভাগ এ’ প্লাস পেয়ে আমাদের এ অভাবনীয় ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অভূতপূর্ব এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা। এজন্য প্রয়োজন অভিভাবক শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতা। আমাদের শিক্ষার্থীদের এ অভাবনীয় সাফল্যে আমরা গর্বিত।’

এদিকে ফলাফল পেয়ে আনন্দের বন্যায় ভাসছে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৬নং ভাটেরগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। এ স্কুলটি উপজেলার অন্যতম সেরা ফলাফলের গৌরভ অর্জন করায় স্কুলের আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

গ্রাম অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবিস্মরণীয় সফলতায় মুগ্ধ ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবকমন্ডলী- স্কুল ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী।

প্রতিবেদক- আব্দুল্লাহ শাকুর ।। আপডটে,বাংলাদশে সময় ১১ : ২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

চাঁদপুর পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

১৯ ...