Home / জাতীয় / বিদেশ যাওয়া নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির চিঠি
SK Sinha
ফাইল ছবি

বিদেশ যাওয়া নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির চিঠি

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশ যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন, চিঠির পাঠানোর কথা শুনেছি, তবে আমার হাতে এখনো আসেনি।

২ অক্টোবর (সোমবার) সুপ্রিম কোর্ট খোলার আগের দিন প্রধান বিচারপতি ‘অসুস্থতার’ কথা বলে এক মাসের ছুটিতে যান বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী। ওইদিন রাতেই আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেন রাষ্ট্রপতি।

২ অক্টোবরের পর থেকে প্রধান বিচারপতির অবস্থা জানতে সুপ্রিম কোর্ট বার ৫ অক্টোবর (বৃহস্পতিবার) আপিল বিভাগের দ্বারস্থ হন। পরে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আদালতে বলেন, ‘আমি নিশ্চিত, তিনি (প্রধান বিচারপতি এস কে সিনহা) বাসায় আছেন।’

ওইদিনই বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে প্রধান বিচারপতি বৃহস্পতিবার দুপরে অস্ট্রেলিয়ান দূতাবাসে যান বলে গণমাধ্যমে খবর এসেছে।

সন্ধ্যার দিকে প্রধান বিচারপতি সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজা দিতে যান। পরের দিন (শুক্রবার) প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। (বাংলা নিউজ)

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৯ : ০০ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
এইউ

শেয়ার করুন
x

Check Also

Hasina

বাংলাদেশ উন্নয়ন ফোরামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দু’দিনব্যাপী ...