Home / আরো / খেলাধুলা / রাশিয়া বিশ্বকাপের পুরস্কার বিতরণকালে মেডেল চুরি!

রাশিয়া বিশ্বকাপের পুরস্কার বিতরণকালে মেডেল চুরি!

রাশিয়া বিশ্বকাপে এবার মেডেল চুরির ঘটনাও ঘটল। গত রবিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েটদের ৪-২ গোলে হারিয়ের শিরোপা ঘরে তুলল ফরাসিরা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মেডেল দেওয়া হয়। সে সময়ই মেডেল চুরির ঘটনা ঘটে।

ইতিমধ্যে মেডেল চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও’তে দেখা গেছে, পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত এক নারী একটি মেডেল নিজের পকেটে লুকিয়ে রাখছেন।

ভিডিও’তে আরো দেখা গেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পড়িয়ে দেওয়া হয়। অ্যান্তোনিও গ্রিজম্যানের পর ডাকা হয় দেশটির কোচ দিদিয়ের দেশ্যমকে। গ্রিজম্যানকে মেডেল পড়িয়ে দেন পুতিন। এরপরই সেই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ওই নারী মেডেলটি সকলের অগচরে লুকিয়ে ফেলেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফানতিনো, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। সেখানে তাদের পাশেই ছিলেন ওই নারী।

নিউজ ডেস্ক
:আপডেট সময় ১১:৪৫ ১৭ জুলাই ২০১৮মঙ্গলবার
কে এইচ

শেয়ার করুন

Leave a Reply

x

Check Also

No Pic Chandpur Times

সাংবাদিক মনিরুজ্জামান বাবলুর মা অসুস্থ : দোয়া কামনা

দৈনিক ...