Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে সরকারি খাল দখলের অপরাধে আ.লীগ নেতার জেল ও জরিমানা
সরকারি

মতলবে সরকারি খাল দখলের অপরাধে আ.লীগ নেতার জেল ও জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘরেভাঙ্গা এলাকায় সরকারি খালে বালু ফেলে দখল করার অপরাধে স্থানীয় আ.লীগ নেতা মনিরুজ্জামানকে ৭ (সাত) দিনের জেল ও ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত।

১৮ জুন (বুধবার) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট জাবেদ হোসেন চৌধুরী।

সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, ঘরেভাঙা এলাকায় সরাসরি খাল বালু ফেলে ভরাট করে পানি সরবরাহ বন্ধ করে দেয় মনিরুজ্জামান। স্থানীয় এলাকাবাসীও লিখিত অভিযোগ করেন।অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে সরকারি খাল থেকে বালু সরিয়ে নেয়ার জন্য বলা হলেও কোন কর্ণপাত করেনি। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য উপজেলা খাদেরগাঁও ইউনিয়নের ঘড়েভাঙ্গা এলাকায় সরকারি খাল বালু ফেলে দখল করায় ফসলী জমিগুলো হুমকির মুখে পড়বে আশঙ্কায় গ্রামবাসীর পক্ষে মোঃ হালিম তালুকদার বাদী হয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাওয়ার সাথে সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী খাদেরগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপক কুমার চক্রবর্তীকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দীপক কুমার চক্রবর্তী বলার পরও খাল দখলকারী বালু সরিয়ে নেয়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ জুন ২০২৫