Home / চাঁদপুর / বেঁদে পল্লীতে এসপি শামসুন্নাহারের ঈদবস্ত্র বিতরণ
SP-Edbastra

বেঁদে পল্লীতে এসপি শামসুন্নাহারের ঈদবস্ত্র বিতরণ

বেঁদে পল্লীর শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার। বুধবার (১৩ জুন) দুপুরে চাঁদপুর শহরের পৌর ঈদগাঁ মাঠে নিজ উদ্যোগে জেলা পুলিশের পক্ষে তিনি সুবিদা বঞ্চিত বেঁদে পল্লীর ৬৫ জন শিশুর মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর সে আনন্দ খুশি যে শুধু ধনীদের জন্য তা কিন্তু নয়। যেসব শিশুরা আজকে এখানে ঈদবস্ত্র পেলো, তারাসহ সমাজের অনেক শিশুরাই ঈদবস্ত্র থেকে বঞ্চিত।

ঈদের দিনে ধনী গরীব আমরা সবাই যেনো মিলে মিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারি সেজন্যই আজকে সুবিদা বঞ্চিত শিশুদের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা।

ঈদবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্ল্যাহ অলি, ইন্সপেক্টর ইন্টেলিজেন্স মনির আহম্মদ, এস আই রাশেদুজ্জামান, এস আই অনুপ চক্রবর্তী, এ এস আই সেলিম মিয়া, ডিএসবির এ এস আই মোঃ নুর আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

প্রতিবেদক : কবির হোসেন মিজি

Leave a Reply