Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সরকারি পাইলট উবি’র ভিত্তি প্রস্তর স্থাপন
কচুয়া সরকারি পাইলট উবি’র ভিত্তি প্রস্তর স্থাপন

কচুয়া সরকারি পাইলট উবি’র ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুর কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রোববার(২৩ সেপেটম্বর) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: কলিম উল্যাহ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
২৩ সেপেটম্বর,২০১৮

Leave a Reply