Home / বিনোদন / হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া
জামিন

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে আদালত এ জামিনের আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের ভাটারা থানার এক হত্যাচেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। এর আগে ফারিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় নেওয়া হয়। এক ঘণ্টা পর তাকে এজলাসে নেয়া হয়।

থাইল্যান্ড যাওয়ার সময় রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।

চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ আরো কিছু গান নুসরাত ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউবসহ সোশাল মিডিয়ার নানা মাধ্যমে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২০ মে ২০২৫