Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আরসিসি ড্রেন
চাঁদপুরে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আরসিসি ড্রেন

চাঁদপুরে কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আরসিসি ড্রেন

পানি নিষ্কাষণ ও জলাবদ্ধতা নিরশনে চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় শহরের পুরাণবাজার এলাকার পৌর ২নং ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা বলেন, ‘বিশ্ব জলবায়ু পরিবর্তণ তহবিল ট্রাষ্টের অর্থায়নে পৌরসভার যে সকল এলাকায় ড্রেন ছিলো সেখানে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।’

এই প্রকল্পের আওতায় পৌর ২নং ওয়ার্র্ডের টিজি রোড়, মদিনা মসজিদ সংলগ্ন ছৈয়াল বাড়ি রোড় ও মাদ্রাসা রোড়ের ৪শ’৬৬ মিটার এবং নতুনবাজর রহমতপুর কলোনি এলাকায় ১শ’৮০ মিটার ড্রেনের কাজ হবে। আজকে আনুষ্ঠানিকভাবে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এই প্রকল্পের ব্যায় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা।’

এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী দ্বিলিপ কুমার, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্যাহ পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ গাজী, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামাল হাওলাদার, ঠিকাদার প্রতিনিধি সোহাগ খান প্রমুখ।

প্রতিবেদক:আশিক বিন রহিম

Leave a Reply