Home / আরো / খেলাধুলা / চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে ১৭তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ডা. দীপু মনি এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ফুটবল উপ-কটিমির সভাপতি মোহাম্মদ আলী জিন্না পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি প্রমুখ।

উদ্বোধনী খেলায় চাঁদপুর সদর উপজেলা বনাম হাজিগঞ্জ উপজেলা অংশ গ্রহণ করে। এতে হাজীগঞ্জ উপজেলার ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর সদর উপজেলা।

প্রসঙ্গত, এ টুর্নামেন্টে চাঁদপুর জেলার ৮টি উপজেলা অংশ গ্রহণ করবে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ১২ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

শেয়ার করুন
x

Check Also

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টশন কর্মশালা

চাঁদপুরে ...