Home / চাঁদপুর / চাঁদপুর শহরে সংযোগ সড়কের নির্মাণকাজ ফের বন্ধ 
সংযোগ

চাঁদপুর শহরে সংযোগ সড়কের নির্মাণকাজ ফের বন্ধ 

চাঁদপুর শহরের অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মানাধীন একটি রাস্তা আলীম পাড়া-গাঙ্গুলি পাড়া সংযোগ সড়কের নির্মাণ কাজ আবারো বন্ধ করে দেয়া হয়েছে। ২৩ মে শুক্রবার দুপুরে চাঁদপুর রেলওয়ের লোকজন সড়কের চলমান নির্মান কাজটি বন্ধ করে দেন। 

জানা যায়, পৌরসভার অর্থায়নে চাঁদপুর সিএসডি গোডাউন সংলগ্ন রেললাইন অতিক্রম করে এই সংযোগ সড়কটি নির্মাণ কাজ হচ্ছিলো।  রেলওয়ের জমি ব্যবহার সংক্রান্ত অনুমতি না থাকার অজুহাতে রেলওয়ে কর্তৃপক্ষ আবারও সড়কটির চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেন। 

এর আগে, গত প্রায় ৪-৫ মাস পূর্বে এই সড়কের নির্মাণ শুরু হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে বাউন্ডারি ভাঙা, গাছ কাটা, ব্যবসা প্রতিষ্ঠান সরানোসহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাস্তাটি নির্মাণের পথ উন্মুক্ত করা হয়। ইতোমধ্যে রাস্তাটির প্রায় ৬০ শতাংশ ঢালাই কাজ শেষ হয়েছিলো। শহরের প্রতাপ সাহা রোডের লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ের পেছনের গেট থেকে ছায়াবাণী রেলগেট পর্যন্ত এ সড়কটি নির্মাণ হলে শহরের পাল পাড়া, আলীম পাড়া, নতুন বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লার মানুষজনের দ্রুত যাতায়াতের সম্ভব হতো। 

তবে কাজ এগিয়ে চলার মাঝেই গত ২০-২৫ দিন আগে প্রথমবার হঠাৎ রেলওয়ে কর্মকর্তারা গিয়ে কাজটি বন্ধ করে দেন। পরে স্থানীয় উদ্যোগে ও চাঁদপুর পৌরসভার অনুমতি নিয়ে তিন দিন আগে পুনরায় কাজ শুরু হলেও শুক্রবার দুপুরে রেলওয়ের ইস্টেশন মাষ্টার মারুফ হোসেনসহ রেলওয়ের   অন্যান্য লোকজন গিয়ে আবারো নির্মাণ বন্ধের নির্দেশ দেন।

এ বিষয়ে ইস্টেশন মাষ্টার মারুফ হোসেন বলেন, চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুল ইসলাম আমাদের জানিয়েছেন, রেলওয়ের অনুমতি ছাড়া রেল সম্পত্তিতে কোনো ধরনের নির্মাণ কার্যক্রম চলতে পারে না। তাই তিনি আমাদেরকে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা এসে কাজটি বন্ধ রাখার জন্য বলেছি। 

এদিকে প্রতাপসাহা এলাকার এই রাস্তাটি চালু হলে স্থানীয় কয়েক শত পরিবার ছাড়াও শহরের আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী উপকৃত হতেন। পাশাপাশি শহরের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে বিকল্প এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠত।

কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এতদূর এসে যদি কাজ বন্ধ হয়ে যায়, তবে আমরা আবার কোথায় যাবো? আমরা নিজেরা জায়গা ছেড়েছি, খরচ করেছি, এখন যদি অনুমতির জন্য অপেক্ষা করতে হয়, তবে তা যেন দ্রুত সমাধান হয়।

এদিকে, চাঁদপুর পৌরসভা সূত্রে জানা গেছে, কাজটি রেলওয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলের দাবি—মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত এই সংযোগ সড়কটির কাজ আবার শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৪ মে ২০২৫