Home / চাঁদপুর / চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভা

চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি এ কে আজাদ।

সাধারণ সম্পাদক তালহা জুবায়ের-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এমএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, অর্থ সম্পাদক আব্দুর রহমান গাজী, দপ্তর সম্পাদক সজিব খান, কার্যকরি সদস্য বাদল মজুমদার, এমএ লতিফ, চৌধুরী ইয়াসিন ইকরাম ও কে এম সালাউদ্দিন।

সভায় ফটো সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিবেদক : শরীফুল ইসলাম

Leave a Reply