Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে ১৫ দিনে ৮২ হাজার গাছ রোপণে উদ্ধুদ্ধ করবে কৃষিবিভাগ
Tree plan

চাঁদপুরে ১৫ দিনে ৮২ হাজার গাছ রোপণে উদ্ধুদ্ধ করবে কৃষিবিভাগ

চাঁদপুরে কৃষি বিভাগের ‘ফলদ বৃক্ষ রোপন পক্ষ’ উদযাপনে ৮২ হাজার ২শ ফলদ গাছ রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২২ জুন থেকে ৬ জুলাই চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২শ ৭৪ টি ব্লকের অধিন স্কুল,কলেজ,মাদ্রাসা ও বাড়ির আঙিনায় ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করার জন্যে উদ্বুদ্ধ করা হবে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরে ৪৩ টি ব্লকে ১২ হাজার ৯শ ফলদ ও ঔষধি বৃক্ষ,মতলব উত্তরে ৪৩ টি বøকে ১২ হাজার ৯শ, মতলব দক্ষিণে ১৯টি ব্লক ৫ হাজার ৭শ, হাজীগঞ্জে ৩৭ টি ব্লক ১১ হাজার ১শ, শাহরাস্তিতে ৬১ ব্লক ৯ হাজার ৩শ,কচুয়ায় ৩৭টি ব্লক ১১ হাজার ১শ,ফরিদগঞ্জে ৪৬ টি ব্লক ১৩ হাজার ৮শ, হাইমচরে ১৮টি ব্লক ৫ হাজার ৪শ ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে ।

এ ব্যাপারে কৃষি বিভাগের একজন কৃষিবিদ চাঁদপুর টাইমসকে জানান, জেলায় কৃষিবিভাগের নির্ধারিত বøকের ভেতর মানুষকে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট,বাংলাদেশ সময় ৩:৩০ পিএম,৩০ মে ২০১৮, বুধবার
এজি

Leave a Reply