Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে দু’লঞ্চের চাপায় যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
Leg-accident

চাঁদপুরে দু’লঞ্চের চাপায় যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ সোনারতরী ও ঈগল লঞ্চের চাপায় যাত্রীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যাত্রী ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের সাঈদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম। সে গল্লাক বাজারে মোবাল সার্ভিসিংয়ের কাজ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী রাফি চাঁদপুর টাইমসকে জানান, ‘সোনারতরী লঞ্চটি ঘাটে ভিড়তেছে এমন মুহূর্তে ঘাটে থাকা ঈগল লঞ্চটি পেছনের দিকে চলে আসলে, দুটি লঞ্চ পাশের দিক থেকে ঘর্ষণ হয়। এসময় একযাত্রী রেলিং দিয়ে হাঁটা অবস্থায় তার পায়ে আঘাত লাগতে দেখেছি।’

সোনারতরীর চাঁদপুর ঘাট সুপারভাইজার শওকত বেপারী চাঁদপুর টাইমসকে জানান, ‘ আমাদের লঞ্চটি ঘাটে ভিড়তে ২শ’ গজ বাকি। এমন সময় ঘাটে বার্ধিং অবস্থায় থাকা ঈগল লঞ্চ পেছনের দিকে ব্যাগার দেয়। এতে সোনারতরীর পাশে ধাক্কা লাগে এবং যাত্রী একজন আহত হয়েছে। আমরা তার খোঁজখবর নিয়েছি।’

এদিকে ঘটনাস্থলে যাত্রী হিসেবে চাঁদপুরের অর্থোপেডিক্স চিকিৎসক ডা. তানভীর হায়দার চৌধুরী উপস্থিত থাকায় তিনি নিজ উদ্যোগে অন্যান্য যাত্রীদের সহায়তায় শহরের বেলভিউ হাসপাতালে নিয়ে আসে অপারেশনের ব্যবস্থা করেন।

এ বিষয়ে ডা. তানভীর হায়দার চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি যেহেতু অর্থোপেডিক্সের (হাড় ভাঙ্গা) চিকিৎসক এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তাই মানবিক কারণেই দ্রুত চিকিৎসক নিশ্চিত করতে রোগীকে আমার দায়িত্বে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। আপাতত সে আশংকামুক্ত। পরবর্তীতে তাকে আরো চিকিৎসা নিতে হবে।’

এ বিষয়ে লঞ্চ মালিক ও যাত্রীদেরকে উঠানামা করার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শও দেন তিনি।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন

Leave a Reply