চাঁদপুরে অর্ধশত সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।
প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় চাঁদপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এখান থেকে উদ্যোক্তাদের দেশের বিভিন্ন স্থানে টানা ১২ দিনের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও ম্যাচিং গ্র্যান্ডের মাধ্যমে ৭০ ভাগ সুবিধা দেয়া হবে বলে জানান কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।
জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে কৃষি উন্নয়ন মূলক প্রদর্শনী ও পরামর্শ বিষয়ক আলোচনা করেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়াসহ প্রশিক্ষনার্থীরা বক্তব্য রাখেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৫ মে ২০২৫