Home / খেলাধুলা / দুর্দান্ত ক্যাচ নিলেন চাঁদপুরের শামীম, যেন জন্টি রোডস!

দুর্দান্ত ক্যাচ নিলেন চাঁদপুরের শামীম, যেন জন্টি রোডস!

যুব বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ছেলে শামীম হোসেন পাটওয়ারী সুযোগ পেয়েছেন জাতীয় দলে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটে-বলের পরীক্ষা শুরু হয়নি এখনো।

তবে ফিল্ডার হিসেবে তিনি যে দূরন্ত তা প্রথমবারের মতো মাঠে নেমেই জানান দিলেন।

বৃহস্পতিবার হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামার সুযোগ হয়েছিল শামীমের। আর নেমেই নিজের জাত চেনালের। লং অনে বাউন্ডারি ঘেষে দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন তিনি। এ যেন তরুণ জন্টি রোডস মাঠে নেমেছে।

মোহাম্মদ সাইফউদ্দিনের বলে যেখানে নিশ্চিত বাউন্ডারি ভেবেছিলেন জিম্বাবুইয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল, সেখানে আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে।

আউটের খাতার বোলার সাইফউদ্দিনের নাম লেখা থাকলেও অনেকে পুরো কৃতিত্বই দিতে চান শামীমকে।

চিতার গতিতে অনেকটা পথ দৌড়ে এসে বাজপাখির মতো শূন্যে ভেসে ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেন শামীম।

এতেই শেষ নয়, গতি থাকায় শরীরটা লেগে যাচ্ছিল বাউন্ডারি লাইনে। বলসহ নিজেই চার হয়ে যাচ্ছিলেন। সেটাও সামলে নিলেন শামীম।

সব কিছু মিলে অনন্য এক এথলেট প্রদর্শন দেখল ক্রিকেটপ্রেমীরা। মনে করিয়ে দিল জন্টি রোডসের কথা!

শামীমের সেই দুর্দান্ত ক্যাচটি দেখুন –

প্রসঙ্গত, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থেকে জাতীয় দলে তরুণ অলরাউন্ডার হিসেবে অন্তর্ভূক্তি শামীম হোসেন পাটওয়ারীর। ৮-৯ বছর বয়সে স্থানীয় টিভি-টুর্নামেন্টে নাম লিখিয়েছিলেন শামীম হোসেন। স্থানীয় ক্রিকেটে দুর্দান্ত খেলতেন শামীম। চাচার সমর্থন ও অনুপ্রেরণায় ভর্তি হন ক্লেমন ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই বিকেএসপি ঠাঁই পাওয়ার সুযোগ হয় তার।

ক্রীড়া ডেস্ক, ২৩ জুলাই ২০২১