Home / চাঁদপুর / কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে চাঁদপুর মডেল থানায় প্রস্তুতিসভা
comiunity policingt

কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে চাঁদপুর মডেল থানায় প্রস্তুতিসভা

কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের প্রস্তুতি সভা সোমবার (১৬ অক্টেবার) সন্ধায় চাঁদপুর মডেল থানার হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি চাঁদপুরের প্রধান উপদেষ্টা শামসুন্নাহার।
সভায় পুলিশ সুপার বলেন, মানুষের মাঝে যত দ্রুত বার্তা পৌঁছানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটি একটি সেবা মূলক সংগঠন। এ সংগঠনের কমিউনিটি পুলিশিং ডে উদযাপন ২৮ অক্টোবর শনিবার। সে লক্ষ্যে আমাদের চুড়ান্ত প্রস্তুতি সভা আগামী ১৮ অক্টোবর চাঁদপুর প্রেসক্লাবে সন্ধা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে। আমি চাই প্রতিটি ইউনিয়ন ও অঞ্চল – কমিটির কর্মকর্তাগণ নিজ নিজ ব্যানার নিয়ে আসবে।

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণকে তাদের কাজের মূল্যায়ন স্বরুপ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি চাঁদপুরের প্রধান সমন্বয়ক মোঃ মিজানুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ একিউ রুহুল আমিন, কমিউনিটি পুলিশিং ডে উদযাপন কমিটির আহবায়ক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ- সভাপতি জিএম শাহাবুদ্দিন আহমেদ, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল চাঁদপুর সদর কমিটির সভাপতি সালাহ উদ্দিন জিন্নাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ- সাভাপতি আব্দুল্লাহ আল মামুন , চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম শাহিন, চাঁদপুর অঞ্চল -১০ এর সভাপতি মোস্তাক হায়দার , চাঁদপুর অঞ্চল -১২ এর সহ- সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, লক্ষীপুর মডেল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা, প্রমুখ।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ অলীর সভাপতিত্বে ও পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরতে কোরআন তিলাওয়াত করেন পৌর কমিটির সদস্য মাওঃ আবদুর রহমান গাজী।

উপস্থিত ছিলেন চাঁদপুর চাঁদপুর মডেল থানার কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশের সিনিয়র অফিসার, পৌর এলাকার অঞ্চল- কমিটির সাভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ , ইউনিয়ন কমিটির সাভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষবৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১:৩৩ পিএম, ১৬ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply