Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যানের কর্মীসভা

কচুয়ায় এনবিআরের সাবেক চেয়ারম্যানের কর্মীসভা

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব এবং চাঁদপুর-১(কচুয়া ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেন কচুয়ার নিজ এলাকায় শুক্রবার (১৪ জুলাই) সকালে দলীয় নেতা কর্মী, সমর্থকদের সাথে কর্মী সভায় মিলিত হয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে গোহট উত্তর ও গোহট দক্ষিণ ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন ।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং বঙ্গ বন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগেকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান ।

গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল পাশা কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলী আকবর, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মনির হোসেন, ইউপি সদস্য জহির মোল্লা প্রমূখ।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ৩০ পিএম, ১৪ জুলাই ২০১৭, শুক্রবার
এইউ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মতলব উত্তরে এক গাভী জন্ম দিলো যমজ দু’এরে বাছুর

চাঁদপুর ...