Home / ইসলাম / মোনাজাতে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না কেন?
Kobor Jiarot

মোনাজাতে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না কেন?

একদা ইবরাহীম ইবনে আদহাম (র:) কে জিজ্ঞেস করা হলো, আল্লাহ তা’আলা বলেছেন, “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব”। (সূরা বাকারা :১২৪)

অথচ তিনি আমাদের ডাকে সাড়া দেননি কেন?

তিনি বললেন দশটি বস্তুর ব্যাপারে তোমাদের অন্তরের মৃত্যু হয়েছে :-

১. তোমরা আল্লাহকে চিনেছ কিন্তু তাঁর হক্ব আদায় করো না। ২. তোমরা আল্লাহ্‌র কিতাব পড় কিন্তু এর উপর আমল করো না। ৩. তোমরা দাবী করো ইবলীস তোমাদের দুশমন অথচ কার্যতঃ তাকে ভালোবাসো। ৪. তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম – এর মহব্বতের দাবী করো অথচ তাঁর তরীকা ও সুন্নাত ত্যাগ করেছ।

৫. তোমরা দাবী করো যে বেহেশতকে তোমরা ভালোবাসো অথচ তা হাসিল করার জন্য কোনো নেক আমল করো না। ৬. তোমরা বলো যে দোযখকে তোমরা ভয় করো অথচ গোনাহের কাজ থেকে বিরত থাকো না। ৭. তোমরা দাবী করো যে মৃত্যু অবধারিত বলে তোমাদের বিশ্বাস আছে কিন্তু এর জন্য প্রস্তুতি গ্রহণ করো না।
৮. অন্যান্যদের ভুল – ত্রুটি সম্পর্কে আলোচনায় তোমরা মশগুল রয়েছ অথচ নিজেদের ভুল – ত্রুটির কথা ভুলে গিয়েছ।

৯. আল্লাহ্‌র রিযিক খাচ্ছো অথচ তাঁর শুকুর আদায় করো না। ১০. তোমরা মৃত্যু ব্যক্তির লাশ দাফন করে থাকো অথচ তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করো না। (ইবরাহীম ইবনে আদহাম (র.) )

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৫ : ০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
এইউ

Leave a Reply