Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম গণ সচেতনতা মূলক সভা
লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম গণ সচেতনতা মূলক সভা
ফাইল ছবি

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম গণ সচেতনতা মূলক সভা

চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মৎস্য অধিদপ্তরের টাক্সফোর্স কমিটি এবং ইউনিয়নের যৌথ আয়োজনে পদ্মা-মেঘনাতে দেশের ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে গণ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

তিনি বলেন, ‘ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের অভয়াশ্রম সফল করার লক্ষে নদীতে একটি জাল ও ফেলতে দেয়া হবে না। কেননা চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদী সোনার খনির মতোই মূল্যবান। আমাদের কাছে ইলিশ এখন আর রূপালী ইলিশ নয় সোনার ইলিশ। কারণ গোটা বিশ্ব এখন ইলিশের জন্য চাঁদপুরকে চিনে। বিশ্বব্যাপী চাঁদপুর এখন ইলিশের বাড়ি বলে পরিচিত।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সরকার ইলিশ সম্পদ রক্ষায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বিগত সময়ে মা ইলিশ রক্ষা মৌসুমে জেলেদের কোনো সহায়তা দেয়া হয়নি। কিন্তু এবার সহয়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগামিতে জাটকা রক্ষা মৌসুমে ৪০ কেজি চালের পরিবর্তে ৮০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে প্রত্যেক জেলেকে দেয়ার ঘোষনা দিয়েছেন। তাই যে কোনো মূল্যেই হোক আমাদের মা ইলিশ রক্ষা করতে হবে।’

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘লক্ষ্মীপুর ইউনিয়ন নামটি যেমন লক্ষ্মী, তেমনি তাদের কর্মও লক্ষ্মী হবে বলে আমি বিশ্বাস করি। এই ইউনিয়ন থেকে যদি একটি নৌকা নদীতে না নামে ও সরকারের কর্মসূচিকে সফল করেন, তাহলে আমি জেলা প্রশাসক হিসেবে ইউনিয়নের আশ্রয়নসহ নানান সমস্যার সমাধানের মাধ্যমে সকল উন্নয়নমূলক কর্মকান্ডে আগ্রধিকার দিবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি।’

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘একটি মেয়ে যখন স্বামীর বাড়ির নির্যতন সইতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় পান, তখন বাবা যেমন তার গর্ভবতি মেয়েকে লালন পালন করেন আপনারাও ঠিক তেমনিভাবে ২২দিনের কর্মসূচিতে মা ইলিশকে রক্ষা করবেন। মা ইলিশ সমুদ্র থেকে ছুটে এসে পদ্মা-মেঘনায় ডিম দিয়ে থাকেন। তাই এই মা ইলিশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।’

তিনি আরো বলেন, যদি কোনো জেলে বা আড়তদার ইলিশ কেনা-বেচার সাথে জড়িত থাকেন তবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা নিবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. সায়েদ মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন, নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাবঃ লেঃ আতাহার আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, জেলা মৎস্যজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. আলিম বেপারী। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান প্রমুখ।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ১০:০৩ পিএম, ১০ অক্টোবর ২০১৬, মোঙ্গলবার
এইউ

লক্ষ্মীপুরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম গণ সচেতনতা মূলক সভা

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply