Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তুচ্ছ ঘটনায় চাঁদপুরে লাখ টাকার গাছ কর্তন
তুচ্ছ ঘটনায় চাঁদপুরে লাখ টাকার গাছ কর্তন

তুচ্ছ ঘটনায় চাঁদপুরে লাখ টাকার গাছ কর্তন

চাঁদপুর সদর উপজেলার সাপদী গ্রামে সম্পত্তিগত তুচ্ছ বিরোধে কয়েক লাখ টাকার গাছ কর্তন করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবদী মো. সায়েদ তালুকদারের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত মো. সায়েদ তালুকদার জানান, একই বাড়ির আফতাব হোসেন তালুকদার (খোকন) এর বোন আঞ্জুমা বেগমের কাছ থেকে ২০১৬ সালে ১০ শতাংশ জমি ক্রয় করার পর খারিজ ও জলিল করে দিয়েছে।
তার ৩ ছেলে দেশে না থাকায় আমি, স্ত্রী ও ছেলের বউ বাড়িতে থাকি। ঘটনার দিন সকালে আফতাব হোসেন তালুকদার (খোকন) চাষকৃত জমি থেকে ধানের চারা নষ্ট করে দিচ্ছিল। এমন সময় মনোয়ারা বেগম ও ছেলের বউ সুমি বেগম নষ্ট না করার জন্য ডাক দিলে আফতাব হোসেন তালুকদার (খোকন), তার ছেলে মাহাবুর, আরিফ, তারেক ও তানভির লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারার জন্য তেড়ে আসে। পরে বাড়ির পাশের অন্যান্য লোকজন তাদের ডাক দিলে চলে যায়। ঐ দিন রাতে তারা দলবল নিয়ে আমার বাগানের অনেকগুলো বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে যায়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply