চাঁদপুর ফরিদগঞ্জে বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে রুবিনা আক্তার নামে এক তরুণী ৬ দিন যাবৎ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
ঐ তরুণীর বয়স ২২-২৪ হবে যা চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে ডা.কে.এম.ইয়াসিন (রাসেল)।
তিনি জানান,গত সোমবার আনুমানিক সকাল ১০ টায় রুবিনার বড় বোনের বাড়ি ভোটাল থেকে খাজুরিয়া বাজার এর উদ্দেশ্য বের হয়। খাজুরিয়া বাজারে কেনাকাটা করে নিজ গ্রাম সাইসাংগা যাবে বলে পরের দিন মঙ্গলবার বিকেলে রুবিনা বোনের বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত আবধি হয়ে যায় সে বাড়িতে পৌঁছেনি।
এ সময় পরিবার থেকে বড় বোনকে ফোন দেয়। বড় বোন তখন তার পরিবারকে জানায় সে বিকেলে তার বাড়ি থেকে বের হয়ে যায়। আর তখনই তার বড় বোন জানতে পারে সে বাড়িতে গিয়ে এখনো পৌঁছেনি।
ডা.কে.এম.ইয়াসিন চাঁদপুর টাইমসকে বলেন,মেয়ের ব্যবহারকৃত মোবাইল সিমটিও বন্ধ। এছাড়া আত্নীয়-স্বজনদের কাছে খোঁজ করেও এখন পর্যন্ত সন্ধান মিলে নি। থানায় জি ডি নাম্বার-৮৭৩ ফরিদগঞ্জ থানা,চাঁদপুর।
যদি কেও তার সন্ধান পেয়ে থাকেন উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হইলো।
ডাঃ কে.এম.ইয়াসিন (রাসেল)
০১৭৬৮৪০০০৪৪
চেম্বারঃ হাজীগঞ্জ মেডিকেল। অথবা পপুলার মেডিকেল হল আস্টা বাজার,ফরিদগঞ্জ,চাঁদপুর
চাঁদপুর টাইমস রিপোট
২৪ মার্চ,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur