Home / চাঁদপুর / দিনভর চাঁদপুরের অধিকাংশ নির্বাচন কেন্দ্রগুলো ছিলো ভোটারশুন্য
Poll-chandpur
চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা কেন্দ্র থেকে তোলা ছবি

দিনভর চাঁদপুরের অধিকাংশ নির্বাচন কেন্দ্রগুলো ছিলো ভোটারশুন্য

চাঁদপুরের ৭ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপিস্থিতি না থাকলেও নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

যদিও প্রিজাইডিং অফিসাররা জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ হয়েছে। তবে ভোটারদের উপস্থিত একবারেই কম।

সরেজমিন সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার গনি মডেল হাই স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের থিতরে কোন ভোটার নেই। তবে কেন্দ্রের বাহিরে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উল্লেখ্যযোগ্য নেতা-কর্মীর ভীড়।

সকাল পৌনে ৯টায় মধ্য তরপুরচন্ডী সপ্রাবি কেন্দ্রে গিয়ে ভোটারবিহীন দেখা গেলেও সাংবাদিকদের উপস্থিতি দেখে স্থানীয় কিছু নেতা-কর্মী দৌড়ে এসে লাইনে দাঁড়ায়। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নিজাম উদ্দিন কত ভোটার ভোট দিয়েছেন তার সঠিক কোন উত্তর দিতে পারেননি।

কিছুক্ষণপর সকাল টেকনিক্যাল কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়েও ভোটারের দেখা মেলেনি। তবে এ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্থানীয় এক নেতা ফোন করে ভোটারদের ভোট কেন্দ্রে আসার অনুরোধ জানাচ্ছেন। আলাপকালে তিনি বলেন, ফোন করে ভোটারদের ভোট দিতে উদ্ধুদ্ধ করছি।

Amiravad school

চাঁদপুর সদর আমিরাবাদ জি কে উচ্চ বিদ্যালয়,৪১ নং কেন্দ্র।

সকাল সাড়ে ৯টায় আরেক কেন্দ্র সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ ও আনসার সদস্যরা গল্পগুজবে মত্ত। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. হাবিবুন্নবী বলেন, সুষ্ঠু ভাবেই ভোট হচ্ছে, তবে ভোটারের উপস্থিতি শূন্যের কোঠায়।

এ ব্যাপারে রির্টানিং অফিসার মো. শওকত ওসমান বলেন, সকাল ৮টা থেকে চাঁদপুরের ৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর শোনা যায়নি। তবে আশা করছি, ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবেন।

চাঁদপর জেলার হাইমচর উপজেলা ব্যতীত ৭ উপজেলায় বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা চলে। এতে চেয়ারম্যার পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এদিকে নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ল, তা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, পারসেনটেজ কত হলো, এটা নিয়ে মাথাব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি না।

পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে আজ রোববার বিকেলে নির্বাচন ভবনে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
২৪ মার্চ, ২০১৯