আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৭ মার্চ বৃহস্পতিবার ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ওই দিন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খাঁনের কাছে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান জানান, চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আওয়ামীলীগ নেতা মোঃ খিজির হায়দার ও জেলা পরিবহন শ্রমিক নেতা বাবুল মিজি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম খান তাদের মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন হতে সরে দাঁড়িয়েছেন।
প্রসঙ্গত,শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়াম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, (স্বতন্ত্র) প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মুকবুল হোসেন,
মোঃ ইমদাদুল হক পাটওয়ারী (ই.ফ্র), ভাইস চেয়ারম্যান পদে ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীলীগের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোল্লা, উপজলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ তোফায়েল আহমেদ ইরান, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাক জেড এম আনোয়ার, ইব্রাহীম খলিল পন্ডিত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার , মহিলা আওয়ামীলীগ নেত্রী কামরুন্নাহার, মোহছেনা আক্তার ও শাহনাজ আক্তার রুজি নির্বাচনী মাঠে রয়েছেন।
শুক্রবার (আজ) প্রতীক বরাদ্দ ও আগমাী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক- মোঃ মাহবুব আলম
৭ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur