Home / চাঁদপুর / আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে কাজ করে চাঁদপুর জেলা পরিষদ
chandpur-zila-parishad

আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে কাজ করে চাঁদপুর জেলা পরিষদ

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে জাতিকে দারিদ্র্য ও বেকারমুক্ত করতে হবে। বিশেষ করে নারীকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী করতে হবে। সেই লক্ষ্যেকে সামনে রেখে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর জাতি গঠনে চাঁদপুর জেলা পরিষদ কাজ করে যাবে।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে চাঁদপুর জেলা পরিষদে চাঁদপুর আনসার একাডেমীর সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সেলাই মেশিন ও কম্পিউটার প্রদানকালে এসব কথা বলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ‘জেলা পরিষদ থেকে চাঁদপুর জেলার মহিলা আনসার ও ভিডিপি সদস্যদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ক্ষেত্রে সহযোগিতা করা হচ্ছে চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে। তাদেরকে প্রয়োজনীয় সেলাই মেশিন ও কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আবদুল মান্নান, সচিব মোঃ মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ এস এম আজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ বিল্লাল হোসেন, মশিউর রহমান মিটু, আল-আমিন ফরাজী, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন।

জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ এস এম আজিম উদ্দিন বলেন, এতদিন চাঁদপুর আনসার একাডেমীতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় মেয়েদের ঢাকা যেয়ে প্রশিক্ষণ নিতে হতো।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর বদান্যতায় আমরা এবার চাঁদপুরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছি। এ জন্য তিনি আমাদেরকে প্রয়োজনীয় সংখ্যক (২৮টি) সেলাই মেশিন ও ২টি কম্পিউটার সেট প্রদান করেছেন। আনসার সদস্যদের প্রতি জেলা পরিষদ চেয়ারম্যানের আন্তরিকতা ও বন্ধুত্বতার স্বীকৃতি হিসেবে আমরা তাকে আনসারবন্ধু হিসেবে আখ্যায়িত করছি।

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ, ২০১৯