বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.কাজী শহীদুল্লাহ বলেছেন,‘শিক্ষকতা জাতি গঠনের একটি মহৎ পেশা,এটি দ্রুত অর্থোপার্জন ও ধনী হওয়ার পেশা নয়।’
সোমবার ৭ অক্টোবর ইউজিসিতে আয়োজিত কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের (সিইডিপি) অগ্রগতি সম্পর্কিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন,“যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদেরকে নৈতিকতা,ত্যাগ এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এটি সহজাত হওয়া উচিত। অর্থোপার্জনের জন্য এ পেশায় না আসাই ভালো।’মেধাবীদেরকে এ পেশায় নিয়োগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।’
অধ্যাপক কাজী শহীদুল্লাহ কলেজ কর্তৃপক্ষকে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ ব্যক্তিদের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন,‘অযোগ্য ও অদক্ষদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে জাতি কাক্সিক্ষত ফল ভোগ করতে পারবে না। দেশের শিক্ষার মান নিয়ে ইউজিসি উদ্বিগ্ন। মানসম্মত শিক্ষা জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যমান পরিস্থিতি উন্নতির জন্য ইউজিসি কাজ করে যাচ্ছে।’
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন,‘বাংলাদেশে ¯গ্রেফতার অর্জিত ফলাফল এবং প্রকৃত জ্ঞানে ব্যাপক পার্থক্য রয়েছে। আগে শিক্ষার্থীদের মেধাক্রম দেখে জ্ঞানের বিচার করা যেতো। সে মোতাবেক তাদেরকে নির্বাচন করা হতো। বর্তমানে অর্জিত গ্রেড পয়েন্টের সাথে প্রকৃত জ্ঞানের পার্থক্য রয়েছে। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সন্তোষজনক নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ছেলেমেয়েরা ব্যর্থ হচ্ছে।’ এতে সমাজে সমস্যা তৈরি হচ্ছে বলে তিনি মনে করে
তিনি বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী থাকলেও যোগ্য শিক্ষকের কারণে তাদের জ্ঞান এবং দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষকদেরকে সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারলে এ পরিস্থিতির উন্নতি ঘটবে।’
সভায় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড.ফেরদৌস জামান, সিইডিপির প্রকল্প পরিচালক ড.একেএম মোখলেছুর রহমান এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ডমোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।(বাসস)
বার্তা কক্ষ, ৬ অক্টোবর , ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur