চাঁদপুর মেঘনা নদীর শহর রক্ষা বাঁধের ২শ’ মিটার ব্লক ধসে পুরাণ বাজার হরিসভা এলাকায় ভয়াবহ ভাঙনস্থল পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার।
রোববার (৪ আগস্ট) বিকেলে তিনি ঢাকা থেকে স্পীডবোর্ট যোগে চাঁদপুর এসে ভাঙনস্থলে পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, মন্ত্রনালয়ের চিফ ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেঃ নাসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে সচিব রোববার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি ও জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘চাঁদপুরের বন্যা পরিস্থিতি নেই। চাঁদপুরের বড় সমস্যা হলো নদীভাঙন। বর্ষার মৌসুম শেষে আমরা চাঁদপুর রক্ষার বাঁধের কাজ করব। শনিবার (৩ আগস্ট) রাত থেকে চাঁদপুরে মেঘনা নদীর ভাঙ্গনের খবর জানতে পারি। তাই ঘটনাস্থল ও পরস্থিতি সরজমিনে দেখতে এলাম। ঘরে বসে দেখে বুঝা যায় না কী হচ্ছে।পদ্মা-যমুনার যে ওয়াটার লেভেল তা’চাঁদপুরের ওপর দিয়ে নেমে আসে। ফলে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। ভাঙ্গন এলাকায় জরুরি কাজ হলো তা’ঠেকানো। স্থায়ীভাবে কাজ শুষ্ক মৌসুমে করা হবে।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ৪ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur