আজ বিশ্ব হাত ধোযা দিবস। ‘সকলের হাত পরিস্কার থাক’এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে পালিত হয়েছে বিশ^ হাত ধোয়া দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার ১৫ অক্টোবর চাঁদপুর শহরের পুরাণ বাজার আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয়ে দিবসের কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্যের হাসি ক্লিনিক’ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার সাহেদ রিয়াজ।
সূর্যের হাসি ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও অন্যান্যরা বিদ্যালয়ের শিক্ষকদের সম্মুখে শিক্ষার্থীরা কিভাবে হাত পরিস্কার করবে তার বাস্তবে শিখিয়ে দেন এবং সব সময় হাত পরিস্কার রাখার সুফল এবং হাত পরিস্কার না রাখলে কি ধরণের রোগে শিশুরা আক্রান্ত হতে পারে সেই বিষয়ে পরামর্শ দেয়া হয়।
করেসপন্ডেন্ট, ১৬ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur