চাঁদপুর জেলার মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ মরহুম ওয়ালি উল্লাহ পাটোয়ারীর ১২৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়।
মরহুম ওয়ালি উল্ল্যাহ পাটোয়ারী স্মৃতি সংসদের আয়োজনে গত ২৬ এপ্রিল দিনব্যাপি জাতীয় প্রেসক্লাসে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
মরহুম ওয়ালি উল্লাহ পাটোয়ারী স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ শহীদ উল্লাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ জাকির হোসেন জামালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোঃ আবদুস মতিন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যশোহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসার আর.আই সরকার, ইন্টানি ইউনির্ভাসিটির সাবেক ভাইস ট্যান্সেলর প্রফেসর ডা. আমিনুল হক, খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সরকার আবুল কালাম আজাদ, নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব, জাতীয় প্রেসক্লাসের সভাপতি সাইফুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুম ওয়ালী পাটোয়ারী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোঃ মহিউদ্দিন, ডা. লোকমান হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী।
বক্তারা বলেন- ওয়ালি উল্লাহ পাটোয়ারী শুধু শিক্ষা গুরুই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার যাদুকর। তাঁর ছাত্ররাই আজ দেশে ও বিদেশে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে আছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থার অভুতমান উন্নয়নের কথা বলেন বক্তারা। দু’বারের জাতীয় পদক প্রাপ্ত শিক্ষক মরহুম ওয়ালি উল্ল্যাহ পাটোয়ারীর মতো সৎ সাহসী, প্রজ্ঞাবান ও আদর্শ শিক্ষক সারা দেশে খুজেও একজন পাওয়া যাবেনা।
শিক্ষাবিদ ওয়ালী উল্লাহ পাটোয়ারীর জীবনাদর্শ ও তার গুনাবলীসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি মতলবগঞ্জ জে,বি পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে আলোচনা সভা শেষে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০১৯