Home / জাতীয় / জাতীয় ভোটার দিবস আজ
vote day

জাতীয় ভোটার দিবস আজ

আজ ১ মার্চ প্রথমবারের মতো ভোটার দিবস উদযাপন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (বিইসি)।মুক্তিযুদ্ধের সূচনার জন্য গৌরবময় মার্চ মাসের ১ তারিখকে জাতীয় ভোটার দিবস উদযাপনের জন্য বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দিবসটি উদযাপনের বিষয়ে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ১ মার্চ বিকাল ৪টায় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘ভোটার হব, ভোট দেব’। সরকারের সিদ্ধান্ত অনুসারে প্রতিবছর ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে।

দিবসটি সামনে রেখে ঢাকায় সকাল ৯টায় র্যালি শুরু হবে। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এসে র্যালিটি শেষ হবে।

এ ছাড়া সারা দেশে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে নানা কর্মসূচি সকাল থেকে পালন করা হবে। উপজেলা-জেলা থেকে সব পর্যায়ে সকালেই থাকবে র‌্যালি। ভোটার দিবস উপলক্ষে ভারতের উদাহরণকে তুলে ধরেন ইসি কর্মকর্তারা।

তারা জানান, ভারতে ২০১১ সালে প্রথম ভোটার দিবস পালন করলে বিষয়টি সে দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সে বছর ৫২ লাখ তরুণসহ প্রায় এক কোটি ৭০ লাখ নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। একই উদ্দেশে বাংলাদেশেও ভোটার দিবস পালন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তাদের মতে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েছেন। এ ছাড়া জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত ঝামেলার বিষয়টি তো রয়েছেই।

ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসি কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হবে। মূলত জনসাধারণের মধ্যে ভোটার হওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ কার্যক্রমের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি সম্পৃক্ত রাখা হবে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে। এ উপলক্ষে সারা দেশে আমরা এটি পালন করার জন্য উদ্যোগ নিয়েছি এবং কেন্দ্রীয়ভাবে আমরা নির্বাচন কমিশনেও দিবস পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ আমরা আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে শুরু করব। এদিন আমরা নতুন ছয়জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এ কার্যক্রম শুরু করব।

বার্তা কক্ষ
১ মার্চ,২০১৯